ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৩ মে ২০১৭ , ১১:৫০ এএম


loading/img

সাত দফা দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্যবাহী পরিবহনের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে ৪৮ ঘণ্টা পর ফের উত্তরাঞ্চলে ট্রাক-লরি চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

দাবি পুরণের আশ্বাসে সোমবার সকাল থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেয় জেলা ট্রাক মালিক সমিতি

রোববার সকাল ৬টা থেকে উত্তরবঙ্গ ট্রাক-লরি-কভার্ডভ্যান-পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকা এ ধর্মঘট শুরু হয়। পরে সোমবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ ধর্মঘটের সময় আরো ২৪ ঘন্টায় বাড়ান।

বিজ্ঞাপন

সাত দফা দাবির মধ্যে রয়েছে : কাগজপত্র যাচাইয়ের নামে মহাসড়কে পুলিশের হয়রানি বন্ধ, ড্রাইভিং লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ, অবৈধ যান চলাচল বন্ধ, নতুন ড্রাইভিং ও হেভি লাইসেন্স প্রদানের শর্ত সহজকরণ, যান চলাচল বিষয়ক নতুন খসড়া আইন প্রত্যাহার, পথেঘাটে চাঁদাবাজি বন্ধ এবং পণ্যবাহনের বাম্পার খোলার সরকারি আদেশ প্রত্যাহার।

এদিকে, ধর্মঘটের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকা পড়ে থাকে পণ্যবাহী হাজারখানেক ট্রাক। বন্ধ হয়ে থাকে পণ্য লোড-আনলোড।পাশাপাশি বন্দরে সৃষ্টি হয় অচলাবস্থা।  

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমসি/জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |